জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগােষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষে এনগেজ প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংগঠন বারসিকের আয়ােজনে কয়রা উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন এর লক্ষে এক সভা ২৬ অক্টোবর ( রােববার) বিকাল ৪ টায় প্রগতি শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়। সমাজসেবক মোঃ মনসুর রহমান সানার সভাপতিত্বে আলােচনা সভায় বক্তৃতা করেন প্রকল্পের উপজেলা সম্ময়কারী মাহবুবুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু,সাংবাদিক ফরহাদ হােসেন, বারসিকের কর্মকর্তা বাবলু জােয়াদ্দার, মধুময় সরদার, ফাতেমা-তুজ-জােহরা টুম্পা, সুব্রত কুমার সরকার, মনিরুল ইসলাম,রত্নেসর রায় প্রমুখ।
আলােচনা শেষে আনজুমানআরা কে সভাপতি ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ঠ কয়রা উপজেলা সিএসও কমিটি গঠন করা হয়।