গন অভ্যুথ্থানে শহিদদের স্বরনে স্বরন সভা

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৫১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গন অভ্যুথ্থানে শহিদদের স্বরনে স্বরন সভা

২০২৪ সালের জুলাই - আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুথথানে আহত ও শহিদদের স্বরনে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক স্বরন সভা অনুষ্ঠিত হয়।  , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সিভিল সার্জন প্র দীপ  চন্দ্র  মন্ডল। স্বরন সভায় প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন   বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল নৌবাহিনীর  অধিনায়ক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন,  পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন,  জেলা বিএনপির সাবেক  সহ সভাপতি  ফজলুল হক মাস্টার জেলা জামাতের  আমির মো. মহিবুল্রাহ হারুন।  জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজিব, ছাত্র  প্রতিনিধি মুহিত নিলয়,মীর নিলয় রেজাউল করিম।  সৃতি চারন করেন,মাহমুদ হাসান,,  গুলিবিদ্ধ হান্নান। স্বরন সভা শেষে ছাত্র আন্দোলনে বরগুনা জেলায় নিহত ১০ টি পরিবারে ১০ হাজার টাকা করে  ও আহত ৮৭ পরিবারকে ১ হাজার টাকা করে প্রদান করেন   জেলা প্রশাসক মো. শফিউল আলম। জেলা প্রশাসক  বলেন, আন্দোলনে আহত ও  নিহতদের জন্য সরকারের প্রকন্প রয়েছে, সরকার তাদের পাশে  রয়েছে। সংস্কারের  কাজে  সকলের সহযোগিতা চান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে