তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানীতে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরণের সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর আমন্ত্রণে সংস্থাটি শনিবার সকাল থেকে এ কার্যক্রম পরিচালনা করে। সহায়তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শুক্কুর আলীর পরিবার ও আহত মোস্তফা মীরের জন্য দুটি দোকান ঘর নির্মাণ, পাড়েরহাট বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মাণ, দরিদ্র পরিবারের মাঝে ৫টি গরু ও ১৫টি ছাগল বিতরণ, ২৩টি অগভীর নলকূপ স্থাপন এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ প্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দো-ভাষী বক্তব্যে মাসুদ সাঈদী জানান, ইজার ক্যাপাসি সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের উন্নয়নে কাজ করছে। তার আমন্ত্রণে তারা ইন্দুরকানীর হতদরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।