সুন্দরবন পূর্ব বন বিভাগের টিয়ারচর বনাঞ্চলে অভয়ারণ্যের খালে বুধবার দুপুরে কাকড়া ধরার সময় দুই জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে ডিংগি নৌকাসহ শতাধিক কাকড়া ধরার নিষিদ্ধ চারু। অপরদিকে আসন্ন দুবলারচরে রাস উৎসবের কারণে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বও পর্যন্ত সুন্দরবনে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বুধবার দুপুরে নিয়মিত টহল কালে সুন্দরবনের টিয়ারচরের উত্তর পাশে খালে একটি নৌকার জেলেদেও কাকড়া ধরার চারু বসাতে দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ডিংগি নৌকায় থাকা দুই জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় ডিংগি নৌকাসহ ১২৮টি নিষিদ্ধ কাকড়া ধরার চারু। আটক জেলেরা হচ্ছেন, বিদ্যুৎ রায় (২৬) ও তুহিন সরদার (৩০)। এদের বাড়ী খুলনার বটিয়াঘাটা এলাকায় বলে বনরক্ষীরা জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) রানা দেব বলেন, আটক জেলেরা কাকড়া ধরার মেয়াদ উত্তীর্ণ পাশ নিয়ে সুন্দরবনের অভয়ারণ্যের খালে কাকড়া ধরার প্র-্ততি নিয়েছিলো। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা রেকর্ড করে বুধবার বিকেলে মামলার আসামীদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। আসন্ন দুবলারচরে রাস উৎসবের কারণে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বও পর্যন্ত সুন্দরবনে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।