চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে বৃহস্পতিবার বেলা ১২টায় চবি উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন চবি রিভার রিসার্চ ল্যাবরেটরি ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। এসময় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে হালদা ল্যাবরেটরির বিগত দিনের সফলতা, অগ্রগতি ও ব্যবস্থাপনা নিয়ে অবহিত করেন ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া। চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে ধন্যবাদ জানিয়ে হালদা ল্যাবের উন্নতির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন আইডিএফ'র নির্বাহী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহীদুল আমীন চৌধুরী, চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুেরন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।