ধামইরহাটে জাকের পার্টির জনসভা ও র‌্যালী

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:৩৩ পিএম
ধামইরহাটে জাকের পার্টির জনসভা ও র‌্যালী

ধামইরহাটে জাকের পার্টির জনসভা, র‌্যালী,দোয়া ও তাবারক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি ধামইরহাট উপজেলা শাখার মূলদল ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা ঝুলুর মোড়ে  অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টি ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ। প্রধান অতিথি নওগাঁ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন বক্তব্য প্রদান করেন। জাকের পার্টিতে যোগদানের গুরুত্ব ও পার্টির সেবা মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মধু, বগুড়া সাংগঠনিক বিভাগের ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভায় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন। জনসভা শেষে দোয়া, তাবারক বিতরণ এবং সবশেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। বক্তাগণ সকলকে জাকের পার্টিতে সমর্থন দেয়ার আহবান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে