খাজরা এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রতিবন্ধীকে আর্থিক অনুদান প্রদান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:৪৪ পিএম
খাজরা এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রতিবন্ধীকে আর্থিক অনুদান প্রদান

আশাশুনি উপজেলার ইউনাইটেড সেকেন্ডারী হাইস্কুল খাজরা’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “ইউনাইটেড সেকেন্ডারী স্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশন”পা হারানো ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) গোয়ালডাঙ্গা গ্রামের তারক চন্দ্র সরদারকে সহায়তা প্রদান করা হয়।

খাজরা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে “চিরন্তন মানবিকতা প্রকৃত শিক্ষা”এই মূলমন্ত্র বুকে ধারণ করে এবং সমাজের অসহায়, অবহেলিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ- সেই মহৎ আদর্শ থেকেই প্রাক্তন ছাত্রদের সংগঠন অসহায় পঙ্গু ব্যক্তি গোয়ালডাঙ্গা গ্রামের তারক চন্দ্র সরদার এর পাশে দাঁড়িয়েছে। এসময় তাকে অনুদান হিসেবে ১০ হাজার টাকা ও পরিধেয় বস্ত্র তুলে দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। সংগঠনের সভাপতি হিরন্ময় মন্ডল, বিশেষ অতিথি খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নগদ আর্থিক সহযোগিতা পেয়ে তারক সরদার কান্নাজড়িত কন্ঠে বলেন, তারা আমার জন্য অনেক কিছু করেছে। তারা আরও ভাল কাজ করুক।