নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে: জয়ন্ত কুমার কুন্ডু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম
নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে: জয়ন্ত কুমার কুন্ডু

ঝিনাইদহ-৩ সংসদীয় আসনের(কোটচাঁদপুর-মহেশপুর)বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টায় মহেশপুরের খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু,ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি সহ মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বিএনপির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির সব মনোনয়ন প্রত্যাশীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে