কালীগঞ্জে অসুস্থ বিএনপি নেতা দেখতে জেলা বিএনপির নেতৃবৃন্দ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম
কালীগঞ্জে অসুস্থ বিএনপি নেতা দেখতে জেলা বিএনপির নেতৃবৃন্দ

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন। বর্ষীয়ান এ নেতার খোঁজখবর নিতে তার বাসভবনে আসেন ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা অসুস্থ্য মাহবুবার রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই মাহবুবার রহমান শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ীতে চিকিৎসাধীন আছেন। তার অসুস্থ্যতার খবর পেয়ে শুক্রবার তার বাসভবনে দেখতে আসেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানার সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

এছাড়া সার্বক্ষনিক খোজখবর নিচ্ছেন,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক জননেতা সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্ষায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে