আগে গণভোট না হলে নির্বাচন মূল্যহীন: জামায়াত আমির

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০২:৪৭ পিএম
আগে গণভোট না হলে নির্বাচন মূল্যহীন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে বললেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই।”

জামায়াতে ইসলামির আমীর বলেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও এসময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতে ইসলামির প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ’র চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ অনেকে।