চিতলমারীতে জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৪:২২ পিএম
চিতলমারীতে জাতীয় সমবায় দিবস পালিত

“ সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪ তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০১নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্নাঢ্য র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম এর  সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ, উপস্থিত সমবায়ী নারী-পুরুষ ও সুধীজন। অনুষ্ঠানে সমবায়ীদের মাঝে  ঋনের চেক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে