কৃষক ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক-মজুর

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০১:৫৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
storage/2024/november/30/news/983674ae0ae13cfc.jpg

প্রতি বছর অগ্রহায়নের হাতছানিতেই নতুন ধান ঘরে তোলার আনন্দে চক চক করে কৃষক-কৃষাণীর চোখ-মুখ। অধিকাংশ ক্ষেত্রেই ঘরে ধান তোলার পর বিষাদে রুপ নেয় তাদের আনন্দগুলো। ভরা মৌসুমে ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তোলা আর পাওনাদারের দেনা পরিশোধের দুঃশ্চিন্তায় তাদের সতেজ স্বপ্নগুলো বিষাদে রুপ নেয়। চলতি আমন মৌসুমে অন্যান্য বছরের তুলনায় বাজারে ধানের দাম কিছুটা বেশী থাকায় কৃষকরা খুশি। বর্তমানে বাজারে প্রতিমণ মোটা ধান বিক্রয় হ”েছ ১হাজার ৩শত ২০ টাকা থেকে ১হাজার ৩শত ৭০ টাকায়। ধানের দামে কৃষকরা খুশি হলেও তাদের এই আনন্দে বাঁধ সেধেছে উৎপাদনের কাঁচামাল তথা-সার, কীটনাশক ও শ্রমিকের মজুরীর উর্দ্ধমুল্যে। সরেজমিনে শনিবার সকালে উপজেলার কাঞ্চন, ফহিমপুর, কাঁটাবাড়ি, পার্বতীপুরসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষক ও মজুরা ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। কারো সাথে গল্প করে সময় নষ্ট করার ফুসরত যেন তাদের নেই। ফহিমপুর মাঠে ধান কাটার সময় কথা হয় কয়েকজন কৃষকের সাথে। তাঁরা জানান, চলতি বছর বিঘা প্রতি ২০-২২মণ হারে ধান উৎপাদন হয়েছে। এই উৎপাদন সন্তোষজনক বলেও তারা জানান। কৃষক বিনোদ জানান, বাজারে ধানের ভালো দাম থাকলেও সার, খীটনাশকের দাম ও  শ্রমের মজুরী বেশী হওয়ায় বর্গাচাষীরা তেমন একটা সুবিধা করতে পারছেন না। তাই ধানের দাম বেশী হওয়ায় এই সুবিধা ভূ-স্বামীরাই বেশী ভোগ করছেন। উপজেলার মধইল বাজারের ধান ব্যবসায়ী বেলাল হোসেন জানান, শনিবার তিনি ১হাজার ৩শত ২০ টাকা থেকে ১হাজার ৩শত ৭০ টাকা পর্যন্ত প্রতিমণ স্বর্ণা জাতের ধান ক্রয় করেছেন। ভরা মৌসুমী ধানের দাম বেশী হওয়ায় পরবর্তিতে তা আরো বাড়তে পারে বলেও মন্তব্য করেন এই ব্যবসায়ী।  এ বিষয়ে পত্নীতলা উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ২৩ হাজার ৪শত ২০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। উৎপাদিত ধানের পরিমাণ হবে ১লাখ ২২ হাজার ৩শত ৯৬  মেট্রিকটন। চলতি মৌসুমে উপযোগি আবহাওয়া, সার-কীটনাশকের সহজ পাপ্যতা এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ধানে পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় উৎপাদন ভালো হয়েছে। নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত জেলায় ৬০শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে নওগাঁয় স্বর্ণা, ব্রি-৩৪, ব্রি-৫১, ব্রি-৫২, ব্রি-৪৯, ব্রি-৭৫, ব্রি-৮৭, ব্রি-৯০, ব্রি-৯৩, ব্রি-৯৪, ব্রি-৯৫, ব্রি-১০৩, বিনা-১৭ এবং আতব ধানের চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় ১লাখ ৯৬ হাজার ৩শত হেক্টর জমিতে আধন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আমন ধান চাষ হয়েছে ১লাখ ৯৬ হাজার ১শত২৫ হেক্টর জমিতে। জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ লাখ ৮২ হাজার ৫শত ৮৫ মেট্রিক টন বলেও তিনি জানান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে