পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী তুহিন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৭:৩৯ পিএম
পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী তুহিন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ি পাবনা-৩ আসনে নির্বাচনে লড়বেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

মির্জা ফখরুল বলেন,দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩২ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি আছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,আব্দুল মঈন খান,মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ,আমীর খসরু মাহমুদ চৌধুরী,সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রাথমিক মনোনয়ন পাওয়ায় সোমবার বিকেলে হাসান জাফির তুহিনের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ করা হয়েছে। হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা। এছাড়া ভাঙ্গুড়া ও ফরিদপুরেও আনন্দ মিছিল হয়েছে। হাসান জাফির তুহিনের অস্থায়ী বাসভবন বিলচলন ইউনিয়নের বোঁথরে নেতা-কর্মীরা ভিড় করেন এবং শুভেচ্ছা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে