রাউডি রাঠোরের সিক্যুয়েল নিয়ে আসছেন অক্ষয়

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:০৮ এএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২০ পিএম
রাউডি রাঠোরের সিক্যুয়েল নিয়ে আসছেন অক্ষয়

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত বলিউড ছবি ‘রাউডি রাঠোর’। প্রভু দেবার পরিচালনায় ও সঞ্জয় লীলা বানশালির সহ প্রযোজনায় এই ছবি সে সময় দারুণ সাড়া ফেলেছিল দর্শক মহলে। এরই মধ্যে শোনা গেল, এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। অবশ্য রাউডি রাঠোরের সিক্যুয়েলের খবর এর আগেও একবার চাউর হয়েছিল। ‘রাউডি রাঠোর টু’ তে কাজ করার জন্য নাকি রাজি হননি অক্ষয় কুমার। এরপর শোনা যায়, নতুন ‘রাউডি’ হিসেবে দেখা যেতে পারে বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। আবার শোনা যাচ্ছে অন্য খবর! মত পালটে ফের রাউডি হতে চাচ্ছেন অক্ষয় কুমার! ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় আসছে ‘রাউডি রাঠোর টু’। আর এই ছবিতেই আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিতে পারেন অক্ষয়। আর, ছবির চিত্রনাট্য তৈরি নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা চলছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ‘রাউডি রাঠোর’-এ অক্ষয়ের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। তবে ছবির দ্বিতীয়ভাগে নায়িকার চরিত্রে সোনাক্ষীই থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত করেননি নির্মাতা। ইতিহাস, জীবনকাহিনির পর এবার ভরপুর অ্যাকশন থ্রিলার ছবির পরিচালনায় সঞ্জয় লীলা বানশালি যে বড়সড় ধামাকা দিতে চলেছেন, তা বলাই যায়। তবে সংবাদমাধ্যম এও জানিয়েছে, এই ছবি শুরুর নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই। তবে ভাবনা চিন্তা চলছে ছবির এমনটাই জানা যাচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে