ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের গভর্নিং কমিটির সভাপতি মনোনিত হয়েছেন হামিদুল ইসলাম হামিদ। হামিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক। ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয় কলেজের বর্তমান এডহক কমিটির সভাপতি মো. লুৎফর রহমানকে পরিবর্তন করে হামিদুল ইসলাম হামিদকে সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হলো। কালীগঞ্জের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান হামিদুল ইসলাম হামিদকে সভাপতি মনোনিত করায় রাজনৈনিতক নেতা, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা হামিদকে অভিনন্দন জানিয়েছেন। হামিদুল ইসলাম হামিদ জানান, আমার লক্ষ্য একটায় ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ উন্নয়ন করে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করা। এ জন্য তিনি কালীগঞ্জবাসির কাছে দোয়া চেয়েছেন।