যশোরের ঝিকরগাছায় সাতক্ষীরা লাইন পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটক দম্পতি হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার আলমগীর হোসেন (৩০) ও তার স্ত্রী ময়না পাখি (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে তারা জানতে পারেন সাতক্ষীরা লাইন পরিবহণের একটি বাসে করে মাদকের একটি চালান নিয়ে যশোরের দিকে আসছে এক দম্পতি। এমন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঝিকরগাছা উপজেলা মোড় এলাকা অবস্থান নেয়। এসময় বাসটি থামিয়ে তল্লাশি করে করে ৫ হাজার ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত।
এ ব্যাপারে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।