বরগুনার পাথরঘাটা পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন ৪ নং ওয়ার্ডে অবস্থিত পাথরঘাটা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাওলাদার সাজ্জাদ এর বাসায় দুর্র্ধষ চুরি হয়েছে।
এ সময় দুর্বৃত্তরা বাসা থেকে ৫৮ ভরি স্বর্ণ, নাম খোদাই করা রুপার প্লেট ও নগদ টাকাসহ দেড় কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন সাজ্জাদের মাতা মোসাঃ শিরিন বেগম।
এছাড়াও অনেকগুলো দলিল চেক বই এবং পাসপোর্ট সহ প্রয়োজনীয় অনেক কাগজপত্রও নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাজ্জাদের মা শিরিন বেগম বলেন তার দুই ছেলে ও দুই মেয়ে, এদের মধ্যে মেয়েরা শশুর বাড়িতে এবং বড় ছেলে সাজ্জাদ ৫ আগস্ট এর পরে দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হওয়ার কারণে এলাকা ছেড়ে দূরে আছে।
ছোট ছেলে মোঃ ওমর বরগুনায় পড়াশুনা করার কারণে তিনি মাঝে মাঝে বরগুনায় গিয়ে ছোট ছেলেকে নিয়ে তাদের বরগুনার বাসায় বসবাস করেন। তারই ধারাবাহিকতায় ৩ নভেম্বর সোমবার পাথরঘাটার বাসা তালাবদ্ধ করে বরগুনায় যান শিরিন বেগম।
৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পাথরঘাটার বাসায় এসে দেখেন সামনের গেইটসহ সকল দরজার পূর্বের তালা পরিবর্তন করে নতুন তালা লাগানো। পরে এলাকাবাসীর সহযোগিতায় তালা কেটে ঘরে প্রবেশ করে দেখেন উল্লেখিত মালামাল সহ সবকিছু নিয়ে গেছেন দুর্বৃত্ত।
শিরিন বেগম বলেন এটা পরিকল্পিত ডাকাতি,তিনি বলেন, আমার স্বামী দীর্ঘ ৪৬ বছর যাবত প্রবাসে চাকরি করে তিলে তিলে ঘরে ছিল একটি সুখের সংসার, স্বপ্ন ছিল বৃদ্ধা বয়সে বাড়ি এসে একটু শান্তিতে জীবন যাপন করবে। কিন্তু আমাদের ছেলের কারণে আজ আমরা পথে বসেছি।
শিরিন বেগম বলেন ৫ আগস্েেটর দিন বিকেলে আমাদের তালতলা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন এরকম দফায় দফায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। শিরিন বেগম বলেন আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
কান্না জড়িত কন্ঠে শিরিন বেগম বলেন আমার ছেলের বয়স ২২ বছর এই ২২ বছরের একটা ছেলে কি রাজনীতি করতে পারে এই সমাজের কাছে আমাদের প্রশ্ন, এছাড়াও আপনাদের কাছে আমার প্রশ্ন আমার ছেলে কোনদিন কোন অপরাধ করছে কিনা? আমার ছেলে যদি কোনদিন কোন অপরাধ না করে থাকে তা হলে কেন আমাদের উপর একের পর এক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে।
ছেলে সাজ্জাদ বলেন আজ সবকিছু আমার জন্য হচ্ছে, সবকিছুর জন্য আমিই দায়ী, আজ বড় ছেলে হিসেবে যখন সকল দায়িত্ব আমার কাঁধে নেওয়ার কথা কিন্তু ভাগ্যের এত নির্মম পরিহাস আমি কোনো কাজেই আসবো না। না পারবো এলাকায় যেতে, না পারবো মায়ের চোখের পানি মুছতে।
জানতে চাইলে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন ঘটনা শোনার সাথে সাথে সরেজমিন পরিদর্শন করা হয়েছে, তিনি বলেন বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।