পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব আবারও এ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় পাবনার সুজানগরের বিভিন্ন মসজিদে মসজিদে মিলাল মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের পর সুজানগর পৌরসভার খন্দকার বাড়ি সংলগ্ন জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে ওই মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমেরিকা প্রবাসী নিউইয়র্ক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন ওই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন।