পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ একেএম সেলিম রেজা হাবিব বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বৈরাতন্ত্রে নয় গণতন্ত্রে বিশ্বাসী। আর বাংলাদেশ আওয়ামী লীগ স্বৈরাতন্ত্র এবং স্বৈরাশাসনে বিশ্বাসী। যেকারণে আওয়ামী লীগ দীর্ঘ ১৭বছর গণতন্ত্রকে গলাটিপে হত্যা এবং জনগণের ভোটাধিকারকে হরণ করে স্বৈরাতন্ত্রের মাধমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তবে স্বৈরাতন্ত্র এবং স্বৈরাশাসনের মাধ্যমে যে সারা জীবন ক্ষমতায় থাকা যায়না সেটি এদেশের ছাত্র জনতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করে দেখিয়ে দিয়েছে। গত শুক্রবার বিকালে সুজানগর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে সুজানগর অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রদল নেতা শাকিবুল ইসলাম সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পাবনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডঃ আরশেদ আলম (জিপি) ও বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম। এতে আরো বক্তব্য রাখেন বেড়া উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান শমেজ, মনিরুজ্জামান মনি, সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল ও সুজানগর পৌর ছাত্রদল নেতা এসএম আফতাব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম।