আজ বিকেলে উপজেলার কুলিহার মোড়ে বএনপি'র উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় বিএনপি নেতা ডাঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মোল্লা, নুর বকস মন্ডল, আব্দুল কাদের, ডাঃ রইস উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক আবুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের য্গ্মু আহ্বায়ক ওবায়দুল হক, স্বেচ্ছােেসবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসাইন সাজু , কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, ছাত্রদল নেতা রিসালাত-ই সাজিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কার করে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর ব্যত্যয় ঘটলে যেকোন পরিস্থিতির দায়দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিদেশে পালিয়ে থেকেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশের মানুষ কখনই সেই ষড়যন্ত্র সফল হতে দিবে না।