কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে ১২ নভেম্বর বুধবার আমন ধানের জাত বিনাধান২০ এবং ব্রি ধান ৫১ জাতগুলোর পারফরমেন্স সম্পর্কিত তথ্যের অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়। পাঠ পর্যায়ে কৃষকদের মাঝে বিনাধান ২০ ও ব্রি ৫১ জাতের ধানের ব্যাপক রোপনের জন্য উৎসাহ প্রদান করা হয়। স্থানীয় কৃষক কৃষাণির সাথে ফসলের ক্ষতি ও পোকামাকড়ের বালাই থেকে ফসল রক্ষার করনীয় নিয়ে খোলামেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুরের আয়োজনে এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী করন প্রকল্পের অর্থায়নে এসব কর্মসূচী পরিচালিত হয়। পিএসও ড.মো: আসাদুল্লাহ হিমেলের সভাপতিত্বে ও সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার উপর প্রকল্প পরিচালক ড.মো: আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের এসএসও ড. জুলকারনাইন, এসএসও ড. মো: মাহবুবুল হক, কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষিবিদ অলি ভৌমিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আয়নাল হক প্রমূখ।