আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নামজুল হকের মোটরসাইকেল শোভাযাত্রা পূবে সমাবেশ অনুষ্ঠিত। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঘা উপজেলার চন্ডিপুর হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী পূর্ব জেলা সাংগঠনিক জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক গোলাম মূর্তূজা, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাঘা পৌরসভার আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌরসভা আমীর অধ্যাপক মনিরুল আজম জিঞ্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নামজুল হক বলেন, দুই হাজার মোটরসাইকেলের শোভাযাত্রাটি বাঘা উপজেলা চন্ডিপুর হাইস্কুল মাঠ থেকে শুরু করে বাঘা বাজার, মনিগ্রাম বাজার, মীরগঞ্জ হয়ে চারঘাট বাজার, সরদা হয়ে শিশাতলা দিয়ে নন্দনগাছী বাজার, কালুহাটি, আড়ানী বাজার, তেঁতুলিয়া বাজার হয়ে বাঘার ঐতিহাসিক ঈদগাঁহ ময়দানে এসে শেষ হয়। সুষ্ট ভোট হলে নির্বাচনে আমি ব্যাপক ভোটে জয়লাভ করবো আসা করছি।