বরিশালে আওয়ামী লীগ নেতা লুডু কালাম গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:৩২ পিএম
বরিশালে আওয়ামী লীগ নেতা লুডু কালাম গ্রেপ্তার

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কালাম ওরফে লুডু কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে লুডু কালামকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছেন, বরিশাল মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দায়ের করা মামলাসহ অন্যান্য রাজনৈতিক মামলার আসামি মোহাম্মদ কালাম ওরফে লুডু কালামকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।