“খেলাধুলার অভ্যাস করি,মাদকমুক্ত সমাজ গড়ি”এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়া সরকারি কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বুধবার(১৯নভেম্বর)কলেজ মাঠে আন্তঃবিভাগ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় জাতীয় সংগীত,জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে খেলার উদ্বোধন করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম শওকত আলী খানের সভাপতিত্বে ও প্রভাষক মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনার আটঘড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.বেলাল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পষিদের সম্পাদক প্রভাষক আব্দুল মালেক,একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক হুসাইন আল মনসুর,সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম মজনু,মোক্তার হোসেন,দিবাকর কুমার ঘোষ,ক্রীড়া কমিটির আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম,বিজয়ী দল দ্বাদশ মানবিক বিভাগের ম্যানেজার ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মুহাম্মদ আব্দুল মোমিন মুক্তিসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। খেলায় ৮টি দল অংশগ্রহন করে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও দ্বাদশ মানবিক বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে দুই-এক গোলে পরাজিত করে দ্বাদশ মানবিক বিভাগ দল।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক আকমাল হোসেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোতালেব হোসেন বিশ্বাস.অহিদুল ইসলাম,জাকির নায়েক ও ইসমাইল হোসেন।