মুলাদীতে পৌর জামায়াতের সমাবেশ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৩:০৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মুলাদীতে পৌর জামায়াতের সমাবেশ

বরিশালের মুলাদীতে পৌরসভা জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশ হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মোহাম্মদ মোর্শেদ আলম। প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন নবী তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবু সালেহ, সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব। সমাবেশে সূচনা সাংস্কৃতিক সংসদের পরিচালক ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা মো. সাইফুল ইসলাম সাইফীসহ মুলাদী পৌরসভার জামায়াতে ইসলামীর রুকন, সদস্য, কর্মী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে