নোয়াখালীর সেনবাগে আলাদা দুইটি অগ্নিকান্ডের ঘটনায় একটি রান্নাঘর একটি গোয়াল ঘর একটি মোটরসাইকেল পুড়ে ছাই গেছে। এতে ৬ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। ওই ভয়াবহ অগ্নিকান্ড গুলো ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ থেকে ১০মধ্যে উপজেলা ৮নং বিজবাগ ইউপি ইমান আলী হাজী বাড়ির আবদুর রশিদের ঘরে ও উপজেলা ২নং কেশারপাড় ইউপির কানকিরহাট পূর্ব বাজার সাজ ঘর ইভেন্ট মেনেজমেন্ট মালিক জাকির হোসেনে একটি মোটরসাইকেলে অজ্ঞাত দূবৃত্তরা অগ্নিসংযোগ করলে সেটি পুড়ে সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়।
জানাগেছ,বৃহস্পতিবার অগ্নিকান্ডে সুত্রপাত হলে বাড়ির লোকজনের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্ঠা করে ও সেনবাগ ফায়ার সাভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছ স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্ত ততক্ষনে রান্নাঘর ও ঘোয়াল ঘর পুড়ে এতে থাকা হাস,মুরগী পড়ে ছাঁই হয়ে যায়।
ফায়ার সাভিস জানায় বৈদ্যুতি সর্ট সার্কিক থেকে আগুনে সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত পূর্বক ক্ষয়ক্ষতি নিরুপন করা হবে বলে জানান।