পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার বিএনপি নির্বাচিত হয়েছে। প্রকাশ্যে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে দিয়েছে তাই তারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা এসেছিলেন। আজ শনিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মাঠে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, আমাদের মূল লক্ষ্য হল জনগণকে সেবা করা, এই নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা নিহত ও শহীদ হয়েছে এবং আয়না ঘরে অনেকে জীবন উৎসর্গ করেছেন। এই নির্বাচনে পরাজিত হলে নিজেদের অস্তিত্ব থাকবে না।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিএনপির শাসনামলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অগ্রধিকার দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের শতভাগ পাস দেখানোর অপচেষ্টায় দেশের প্রতিভাকে ভুলভাবে উপস্থাপন করেছিলেন। প্রকৃত মেধাবীদের মূল্যায়নের যথাযথ সুযোগ করে দেয়া হয়নি। তাই চাকরিতে তারা মেধার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি।
তিনি আরো বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন। তাদেরকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে এদেশের উন্নয়ন হবে না। কারণ তারা এককভাবে কখনো রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় আসবে না। তার প্রমাণ বিগত আমলেও তারা কখনো ক্ষমতায় আসেনি। তাই ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষকে বিজয় করতে হবে।
কামারকাঠী নবকুমার ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মো. মেহেদী সরোয়ারের সভাপতিত্বে ও করফা হানিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির, আহবায়ক মো. নজরুল ইসলাম,স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক মেয়র ও আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি মো. কাজী কামাল, সাধারণ সম্পাদক মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার ও সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান মানিক উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।