রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ৪জন প্রার্থীর মধ্যে ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশের প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ৫ ভোট পেয়েছেন কালবেলার প্রতিনিধি ইউসুফ আলী সরকার ও নতুন প্রভাতের প্রতিনিধি আলতাফ হোসেন মন্ডল, এবং ৪ ভোট পেয়েছেন ইত্তেফাকের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স। সহ-সভাপতি পদে ১২ ভোটে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস এর প্রতিনিধি নূর কুতুবুল আলম। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ডেল্টা টাইমের প্রতিনিধি নাজিম হাসান ৮ ভোট পেয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধি হেলাল উদ্দীন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী সোনালী সংবাদের প্রতিনিধি এস,এম, সামসুজ্জোহা মামুন ৭ ভোট পেয়েছেন। এছাড়াও চারটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চারজন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এতে কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার প্রতিনিধি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি আকবর আলী, কপিরাইট পদে ডেইলি অবজারভারের প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা ও সহকারী প্রগ্রোমার তাজরুল ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। এছাড়া নির্বাচনকালীন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।