পোরশায় মহিষসহ চোরাকারবারি আটক

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৩:১৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
পোরশায় মহিষসহ চোরাকারবারি আটক

নওগাঁর পোরশা সীমান্তে বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী সহ মহিষ আটক করেছেন।চোরাচালানী করতে পারছিলো না। জানাগেছে, ৩০ নভেম্বর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অন্তর্গত নিতপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় মহিষ চোরাচালান করার পরিকল্পনা করছে মর্মে অত্র ব্যাটালিয়নের কাছে একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি এর দিক নির্দেশনায় সকাল আনুমানিক ৬ ঘটিকায় নিতপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্য লাইন হতে ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তারেক জিয়ার মোড় নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে ভারতীয় ০৬টি উন্নতমানের মহিষ এবং সোভাপুর গ্রামের সাইদুরের ছেলে ফারুক হোসেন (৩১) 'কে স্যালো ইঞ্জিন চালিত -০১টি গাড়িসহ আটক করা হয়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে আটককৃত মহিষগুলোর মূল মালিকসহ কতিপয় আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামীকে ধরার কার্যক্রম এবং গাড়ীসহ ধৃত আসামীকে পোরশা থানায় ও আটককৃত মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে