ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৩:২২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা

খুলনার ডুমুরিয়ার রুদাঘরা আন্ত: ইউনিয়ন চাকুরীজীবি কল্যাণ সমিতির স্ট্রাস্ট তহবিলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে মিকশিমিল বাজারস্হ সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট সংগঠনের সভাপতি ও সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের উপাধ্যক্ষ মোঃ ফারুক আলম। সভায় উপস্হিত ছিলেন চাকুরীজীবি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা,সহসভাপতি নারায়ন চন্দ্র রায় ও প্রভাষ কুমার সাহা, নির্বাহী সদস্য আতিয়ার রহমান জোয়ার্দার, প্রধান শিক্ষক জামাল হোসেন, উজ্জ্বল কুমার সাহা,কার্তিক চন্দ্র সাহা,শিক্ষক ইকবাল হোসেন,শিক্ষক রফিকুল ইসলাম,জে,এম আজিম উদ্দীন, প্রমূখ। অনুষ্ঠানে রুদাঘরা ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আসন্ন এস,এস,সি পরীক্ষা-২৫ এ অংশগ্রহনকারী ৫০ জন পরীক্ষার্থীর ফি বাবদ প্রত্যেককে ১হাজার ৫'শ টাকা হিসেবে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে