বাঘায় আ.লীগের খুনিদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
বাঘায় আ.লীগের খুনিদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও সকল খুনিদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাঘা উচ্চ বিদ্যালয় থেকে শুরু উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে সমাবশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন বলেছেন, গণতন্ত্র হরণকারী শেখ হাসিনা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে একাধিক ক্ষুনের দায় মাথায় নিয়ে দেশত্যাগ করেছেন। অবিলম্বে তাকে দেশে এনে বিচারের দাবি জানান। ক্ষুনী ও সন্ত্রাসী ছাত্রলীগকে ধিক্কার জানায়। খুনি ছাত্রলীগের রাজনীতি নিশিদ্ধ করেছেন।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও যুবলীগকে রাজনীতি নিশিদ্ধের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন পলাশ, উপজেলা যুবদলে সাবেক সভাপতি জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, মালোয়েশিয়ার মালাকা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, বাঘা শাহদৌলা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলামিন হোসেন, বাঘা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ, জেলা ছাত্রদল নেতা আশিক ইকবাল হিমেল, যুবদল নেতা তানভির আহাম্মেদ পিয়াস, আমির হোসেন, টনি আহম্মেদ, জীবন আহাম্মেদ, আরাফাত হোসেন, অনিক মাহমুদ প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে