সেনবাগ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাঁই

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৩:২৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সেনবাগ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাঁই

নোয়াখালী সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর বটতলা বাজার নামকস্থানে অজ্ঞাত দুবৃত্তের দেওয়া আগুনে ফিস ওয়াল্ড নামের একটি খাবারের দোকানের কিচেন পুড়ে সম্পুর্ন ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হযেছে বলে দাবি প্রতিষ্টানটি মালিক মোঃ জাহিদুর রহমানের। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে। ফিস ওয়ার্ডের মালিক জাহিদুর রহমান জানান, তারা প্রতিদিনের মতো  রাত ১ টার দিকে ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায়  অবস্থিত কিচেনে আগুন জ্বলতে দেখে  স্থানীয় ব্যবসায়ী প্রত্যক্ষদশী  ওমর ফারুক  মুঠোফোনে বিষয়টি তাকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন কিচেনের সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।  প্রতিহিংসা বসত ওই অগ্নিকান্ডটি ঘটেছে বলে দাবী করে  এই অগ্নিকান্ডের জন্য  আওয়ামী লীগকে দাযী করেন। জাহিদুর রহমান জামায়াত সমর্থিত। খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে