৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে সাইম, বিপিএলের আশা শেষ

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৪০ পিএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম
৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে সাইম, বিপিএলের আশা শেষ

 কেপটাউন টেস্টের প্রথম দিনে চোটে পড়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। অর্থাৎ বিপিএলের চলতি আসরে আর খেলার সম্ভাবনা নেই সাইমের। পাকিস্তানের টেস্ট দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন সাইম। ম্যাচের প্রথম দিনে গোড়ালির চোটে পড়েন সাইম। পরে স্ক্যান করানো হলে গোড়ালিতে ফাটল ধরা পরে সাইমের। চোট থেকে সেরে উঠে মাঠে ফিরতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে সাইমের। সেক্ষেত্রে কেপটাউন টেস্টে তো বটেই, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাইমের খেলা নিয়েও কিছুটা শঙ্কা দেখা যাচ্ছে। নিশ্চিতভাবেই মিস করবেন বিপিএল। বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও জাতীয় দলের খেলা থাকায় শুরু থেকে সাইমকে পায়নি ঢাকা।

যদিও পরে পাওয়ার আশা ছিল। তবে এবার সব আশা শেষ। কেপটাউন টেস্টে ম্যাচের সপ্তম ওভারে রায়ান রিকেলটনের ব্যাট থেকে ধেঁয়ে আসা বল স্লিপ দিয়ে থার্ডম্যানের দিকে যাচ্ছিল। বল তাড়া করতে আমের জামালের সাথে দৌড়াচ্ছিল সাইম। সেখানেই বাঁধিয়েছেন চোট। চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেলেও এখনই দেশে ফিরছেন না সাইম আইয়ুব। সফর শেষে একবারে দলের সাথে পাকিস্তানে ফিরবেন তিনি। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW