আগৈলঝাড়ায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৩:৩২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আগৈলঝাড়ায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

“তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামত (৩১ দফা) করবোই আমরা”, কল্যাণশূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভবিষ্যত প্রজন্মকে প্রস্তু করার লক্ষে শিক্ষক সমাজের ভূমিকা- সম্পর্কে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি এম.জহির উদ্দিন স্বপন শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি আগৈলঝাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার সকল মাধ্যমিক  বিদ্যাল ও কলেজের শিক্ষকদের  সাথে মতবিনিময় সভায় করেন।  এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.জহির উদ্দিন স্বপন বলেন, শিক্ষকদেরকে শহীদ আবু সাঈদের মতো আদর্শবার সাহসী ছাত্র তৈরি করতে হবে। জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের ইতিহাস আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার এখনই সময়। এজন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি আহবান করছি।অন্ত্ররবর্তীকালিন সরকারে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মাদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, অতীদূর্ত নির্বাচন দিয়েদিন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি নির্বাচন দিন, নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে। স্কুল ও কলেজে সবখানে গর্ভানিংবডি থাকে এর কারন সকলকে জবাবদিহিতার মধ্যে আনতে। কিন্তু জবাবদিহিতা ছিলোনা সৈরাচার হাসিনার কাছে। সমস্ত অপরাধের আশ্রয় দাতা ছিলো আওয়ামীলীগ। তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে এদেশে কোন অপরাধীদের স্থান হবেনা।

 সভায় সভাপতিত্বকরেন বাংলাদেশ শিক্ষক সমিতি আগৈলঝাড়া উপজেলার সভাপতি ফারহানা আক্তার। সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা (উত্তর )বিএনপির সদস্য সচিব  মিজানুর রহমান মুকুল,  আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, সিনিয়র যুগ্ম  আহবায়ক  হাফিজুর রহমান শিকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি আগৈলঝাড়া উপজেলার  সাধারণ সম্পাদক হরিপদ দাস, পয়সা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, রাংতার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ, শিক্ষক ফয়েজ আহাম্মেদ, শিক্ষক মোতালেব মিয়া, শিক্ষক রঞ্জিত কুমার মধু, শিক্ষক রাসেল ফিরোজ, শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক সত্যরঞ্জন বাড়ৈ, শিক্ষক মাওলানা ফজলুল হক, শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক রেজাউল ফয়েজ রুশু ও লিপি আক্তারসহ প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে