কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা৷ ডাবল সেঞ্চুরি করে প্রোটিয়াদের ৯ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন রায়ান রিকেলটন। টেস্টে ৯ বছর পর ডাবল সেঞ্চুরি করেছেন কোন প্রোটিয়া ব্যাটার। সেঞ্চুরি করেছেন কাইল ভেরেইনা, শেষদিকে ফিফটি করেছেন মার্কো ইয়ানসেনও। সবমিলিয়ে ৬১৫ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে বেডিংহামকে হারালেও কাইল ভেরেইনার সঙ্গে বড় জুটি গড়েন রিকেলটন। দ্রুতই ডাবল সেঞ্চুরির দেখা পান রিকেলটন। ঘোচান প্রোটিয়াদের দীর্ঘ অপেক্ষার। দ্রুত রান তুলেছেন ভেরেইনা। এক পর্যায়ে সেঞ্চুরির দেখা পেয়ে যান তিনি। ভেরেইনা আউট হলেও প্রোটিয়াদের ইনিংসকে এগিয়ে নেন রিকেলটন। তাকে সঙ্গ দেন ইয়ানসেন। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। এর মাঝে আড়াইশ রানের কোটা পেরোন রিকেলটন। শেষ পর্যন্ত ৩৪৩ বলে ২৫৯ রানে করে মির হামজার বলে মোহাম্মদ আব্বাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ক্রিকেটার। ৬০৭ মিনিট স্হায়ী ইনিংসে ছিল ২৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৫৪ বলে ৬২ রান করেন মার্কো ইয়ানসেন। ভালো করেছেন কেশভ মহারাজও। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। ৪টি বাউন্ডারি মারলেন তিনি, সঙ্গে ২টি ছক্কার মারও ছিল। শেষ পর্যন্ত ৬১৫ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ বিকেলে ব্যাট করতে নেমেই হোঁচট খায় সফরকারী পাকিস্তান। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই অধিনায়ক শান মাসুদের উইকেট হারায় পাকিস্তান। দলীয় ১৮ রানে তারা হারায় কামরান গুলামকে। আউট হওয়ার আগে ১৭ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে। এরপর সৌদ শাকিল বিদায় নিলে মাত্র ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। এরপর বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষ হয়েছে পাকিস্তানের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে। ৩১ রানে বাবর আজম ও ৯ রানে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান। এখনও ৫৫১ রান পিছিয়ে পাকিস্তান।