সাঁথিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫০ পিএম
সাঁথিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

পাবনার সাঁথিয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাঁথিয়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সোমবার(১ডিসেম্বর)বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লবের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মামুন হোসেন রাসেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৬৮পাবনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী,সাবেক ছাত্রদলনেতা ও কেন্দ্রীয় যুবদলনেতা মাসুদুল হক মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম রাজা,সদস্য সচিব মিজানুর রহমান বাবুল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরাজ,সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল,ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আশিফ আল আলিম রাজিব,সাধারণ মোস্তাফিজুর রহমান মুক্তা,ধুলাউড়ি ইউনিয়ন যুবদলের সভপতি আব্দুল আলীম,পৌর বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,বিএনপি নেতা আবুল কালাম আজাদ,আফসার আলী,আব্দুল ওহাব মানিক,শামসুজ্জামান নান্নু,শাহীনুর রহমান স্বাধীন,আকরাম হোসেন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব এ হাসান টিটো,যুবদল নেতা আবু সাইদ,আতিকুজ্জামান সজল,ইব্রাহিম হোসেন সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ছোন্দহ পুকুরপাড় জামে মসজিদের ইমাম মামুনুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে