মারা গেছেন ইন্ডি চলচিত্র নির্মাতা জেফ বেনা

এফএনএস বিনোদন : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৪২ পিএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২০ পিএম
মারা গেছেন ইন্ডি চলচিত্র নির্মাতা জেফ বেনা

১০ বছরের সম্পর্ক। বছর চারেক আগে বিয়ে। কিন্তু নতুন বছরের শুরুতেই অঘটন। লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে উদ্ধার করা হল হলিউড অভিনেত্রী অব্রে প্লাজার ইন্ডি চলচিত্র নির্মাতা স্বামী জেফ বেনার মরদেহ। তার বয়স হয়েছিল ৪৭ বছর। দেশটির আইন প্রয়োগকারী সূত্রগুলো জানিয়েছে, লস অ্যাঞ্জেলস এলাকার একটি বাড়িতে গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেনার মৃতদেহ দেখতে পান একজন সহকারী। ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। তবে বেনার প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। লস অ্যাঞ্জেলস মেডিকেল এক্সামিনারের মতে, বেনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বেনার জন্ম এবং বেড়ে ওঠা মায়ামিতে। পরে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম স্কুলে পড়াশোনা করেন এবং বিনোদনে তার কর্মজীবন শুরু করার জন্য স্নাতক হওয়ার পরপরই লস অ্যাঞ্জেলেসে চলে যান। পরে ২০১১ সালে অব্রে প্লাজার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। টানা দশ বছর চুটিয়ে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন তারা। জেফের পরিচালনায় কাজও করেছেন অব্রের। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জেফের ‘লাইফ আফটার বেথ’-এ অন্যতম কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অব্রে। নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয় ২০০৯ সালে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে