বগুড়ার নন্দীগ্রামে কৃষকের এক রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনছার আলী জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে দরজায় তালা দিয়ে ঘুমাইতে যাই। ফজর নামাজের সময় উঠে দেখি বাড়ির মেইন দরজায় লাগানো তালা ভাঙ্গা, মনে সন্দেহ জাগলে গোয়াল ঘরে গিয়ে দেখি গরু তিনটি নেই। পড়ে দেখতে পাড়ি বাড়ির পিছন দিকের মাটির দেওয়াল কাটা। তিনি আরোও বলেন, মাটির দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে আমার তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। আশেপাশে অনেক খোজাখুজি করেও গরু তিনটা পাওয়া যায়নি। আমি অনেক গরিব মানুষ, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে গরু গুলো লালনপালন করছিলাম। তিনটি গরুর আনুমানিক মূল্য হবে আড়ই লক্ষ টাকা। গরু গুলো চুরি হওয়ায় আমি পথে বসে গেলাম। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গরু চুরির খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবশ্যই গরু চুরির ঘটনাটি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।