দুর্নীতির বিরুদ্ধে তার অন্যের একতা করব আগামীর শুদ্ধতা :" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সম্পাদক, আসাদুল্লাহ আহমদ ও আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন। আলোচনা শেষে চারজন জয়িতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।