চাটমোহরের বাজারে ককটেল বিস্ফোরণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৪:৫২ পিএম
চাটমোহরের বাজারে ককটেল বিস্ফোরণ

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাজারের বিএনপি নেতা মিজানুর রহমান মজনু ও তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। একটি ককটেল বিস্ফোরণ করা হলেও একটি ছিল অবিস্ফোরিত। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে,তা জানা যায়নি। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান,খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ককটেল সাদৃশ্য একটি অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আপনার জেলার সংবাদ পড়তে