চাটমোহরে হামলা ও বাড়িঘর ভাঙ্চুরের ঘটনায় দুই মামলা দায়ের

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ পিএম
চাটমোহরে হামলা ও বাড়িঘর ভাঙ্চুরের ঘটনায় দুই মামলা দায়ের

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল মৌজায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ,হামলা,মারপিট ও বাড়িঘর ভাঙ্চুরের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মারপিট,ভাঙ্চুরের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ও বিকেলে। প্রতিপক্ষের তিনটি বাড়ি ভাঙ্চুর করা হয়েছে। হামলা ও মারপিটে মারাত্মক আহত হয়েছেন দুইজন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারিয়াস্থল গ্রামের আলমগীর গং ও আশরাফুল গং এর মধ্যে এই বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। 

অভিযোগে জানা গেছে,মঙ্গলবার সকালে আশরাফুল গং এর লোকজন জমির ফসলে সার ছিটাতে গেলে আলমগীর গং সশস্ত্র অবস্থায় তাদের উপর হামলা করে মারপিট করে। তাদের মারপিটে শরিফুল ইসলাম ও বাবলু নামের দুইজন মারাত্মক আহত হন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বিকেলে আশরাফুল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলমগীর গং এর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর ও লুটপাট করে বলে অভিযোগ। তারা হামলা চালিয়ে আলমগীর,শিমুল ও মজনুর বাড়িতে ব্যাপক ভাঙ্চুর করে। এসময় গরু,ছাগল ও হাঁস-মুরগী লুটপাট করা হয় বলেও অভিযোগ। শিমুলের স্ত্রী শাপলা খাতুন বলেন,“মঙ্গলবার বিকেলে আশরাফুল-নজরুল গং অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করেছে। আমাদের হত্যারও চেষ্টা করে। পুলিশের সাহায্য চেয়েও সময়মতো পাইনি”। আশরাফুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন,নিজেরাই ভাঙ্চুর করে আমাদের উপর মিথ্যে অভিযোগ করছে। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর সুব্রত সরকার জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা ও ভাঙ্চুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন ২ জন। হারিয়ে যাওয়া গরু ও ছাগল উদ্ধার করে শিমুল গং কে দেওয়া হয়েছে।

এই ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা করেছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,উভয় পক্ষই থানায় মামলা করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।     

আরো জানা গেছে,হান্ডিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম গং ক্রয়সূত্রে মারিয়াস্থল মৌজার ৮ একরের বেশি জমির মালিক। দীর্ঘ প্রায় ৪ যুগ ধরে তারা এই জমি ভোগদখল করে আসছেন। এসএ রেকর্ড ও আরএস রেকর্ড তাদের অনুকূলে। সম্প্রতি প্রতিপক্ষ আলমগীর হোসেন গং এই জমি নিজেদের দাবি করে জবরদখলের অপচেষ্টা করছেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ইতোপূর্বে একাধিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির ধান কেটে নেওয়াসহ বাড়িঘরে হামলা ও ভাঙ্চুর হয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ একাধিবার বৈঠক করেছে।