মেট্রোরেলের ভ্যাট তুলে নিল সরকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৯ পিএম
মেট্রোরেলের ভ্যাট তুলে নিল সরকার

রাজধানীর যাতায়াত ব্যয় কমাতে মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দিনের শেষ দিকে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, সরকার মেট্রো রেলে আরোপ করা ভ্যাট প্রত্যাহার করেছে। এ সিদ্ধান্ত নিলে যাত্রীদের আর্থিক চাপ কমবে এবং গণপরিবহনে মেট্রোরেল ব্যবহারে আরও উৎসাহ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োগের পরবর্তী ধাপ দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানান প্রেসসচিব।

বৈঠকে পরিবহন খাতে ভোক্তাদের স্বস্তি ফেরানো এবং নগরীর সার্বিক যাতায়াতব্যবস্থা আরও সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কর্মকর্তাদের মতে, মেট্রোরেল প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী বহন করছে, তাই ভ্যাট প্রত্যাহারের প্রভাব সরাসরি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

আপনার জেলার সংবাদ পড়তে