নীলফামারীতে বিভিন্ন দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ১২ ডিসেম্বর শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা অংশ নেন। এতে জেলা শাখার সভাপতি জুয়েল রায় সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য দেন টিকেন্দ্রজিৎ রায় মিরু, পরিতোষ রায়, হীরম্ব কুমার হিরু, অধির বিশ্বাস, বাসুদেব রায়, চন্দন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা, মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, স্বর্ণ ব্যবসায়ী কর্মকারসহ দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর চলমান হত্যাকাণ্ড, বাড়ি ও জমি দখল, উপাসনালয় ও মন্দির ভাঙচুরের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার দ্রুত বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংখ্যালঘু অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কট করবে।