ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণ কারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শুক্রবার বিকালে সদর উপজেলার হলিধানী বাজারে পথসভা শেষে হাদির উপর হামলার প্রতিক্রিয়ায় এ দাবী করেন।রাশেদ খান বলেন,আমি আজ ব্যথিত। হাদী আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি। হাদী সন্ত্রাসীদের গুলিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে। তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে। ওসমান হাদীর ওপর হামলা তারই অংশ।
সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে। আর আজই ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। ওসমান হাদী একজন প্রার্থীী। এই হামলার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। এই সরকার এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাশেদ খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতাদের হত্যার মাধ্যমে তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে। তারা নির্বাচন বানচালের মাধ্যমে ফ্যাসিবাদকে ফেরাতে চায়।
হাদির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে রাশেদ খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদী বলিষ্ট ভূমিকা রেখেছেন। এইজন্যই তার উপর এমন হামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।