বাগেরহাটের চিতলমারীতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমান্বিত নীতিমালার তোয়াক্কা না করে চিতলমারী সদর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ডিলার হিসেবে মেসার্স হাজরা ট্রেডার্স এর সত্ত্বাধিকারী জিবন হাজরাকে সুপারিশ করে তালিকা প্রেরনের হটকারী সিদ্ধান্তে উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ এর বিরুদ্ধে ফুঁসে উঠছেন উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্যরা।
রহস্যজনক এই হটকারীতার কারনে উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব সিফাত আল মারুফ এর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ উর্দ্ধোতন কতৃপক্ষের কাছে পক্ষপাতমূলক আচরণের একটি অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগটি দায়ের করেন চিতলমারী সদর বাজারের বিএডিসি সার ডিলার মেসার্স শেখ ব্রাদার্স এর সত্ত্বাধিকারী মোঃ ফেরদাউস শেখ। ফেরদাউস বলেন, উপজেলার ৫নং চিতলমারী সদর ১,২ ও ৩ নং ওয়ার্ডে সার ডিলার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের-নীতিমালা অনুযায়ী আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন সার ডিলার।
নতুন সার ডিলার নিয়োগ সংক্রান্ত ইতিপুর্বে সকল প্রকার কাগজপত্র কৃষি অফিসে জমা দেই। অত্যন্ত দু:খের বিষয় হলো আমার দরখাস্তের গুরুত্ব উপেক্ষাকরে, উপজেলা সার-বীজ মনিটরিং কমিটি সভায় সিদ্ধান্ত না নিয়ে একক ক্ষমতা বলে উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ মেসার্স হাজরা ট্রেডার্স এর সত্ত্বাধিকারী জিবন হাজরাকে সুপারিশ করে তালিকা প্রেরণ করেন। এ ঘটনা কর্তপক্ষকে লিখিত ভাবে জানালে কৃষিকর্মকর্তা উদ্দেশ্যমূলক ভাবে একটি নোটীশ পাঠিয়ে দেন সেখানে উল্লেখ করেন, আগামীতে আমাকে কোন সার বরাদ্দ দেয়া হবেনা।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর জেলা থেকে তদন্ত টিম এসে এ ব্যপারে তদন্ত করেছে। বিষটি ডিসি স্যার ও জেলা কৃষি অফিসকে জ্ঞাত করে বুধবার কমিটির সদস্যদের নিয়ে জরুরী বৈঠক করি। বৈঠকে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট পূন: তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান বৃহস্পতিবার বিকেলে সার-বীজ মনিটরিং কমিটির সদস্যদের প্রতিবেদন পেশ করেন ।
প্রধান তদন্ত কর্মকর্তার সংক্ষিপ্ত মতামত :
পরিদর্শন কালে দেখা যায় যে বিসিআইসি সার ডিলার মেসার্স হাজরা ট্রেডার্স এর ভাড়াকৃত গুদামের আয়তন ১৫৬০৬৫ ঘনফুট এবং বিএডিসি ডিলার মেসার্স শেখ ব্রাদার্স এর ভাড়াকৃত গুদামের আয়তন২৫৭৫৪ ঘনফুট যাহা বিসিআইসি ডিলার মেসার্স হাজরা ট্রেডার্স এর ভাড়াকৃত গুদামের তুলনায় বড়। ইহাছাড়া মেসার্স শেখ ব্রাদার্স এর একটি টিনসেড নিজস্ব গোডাউন আছে।
সংযুক্তি : মেসার্স শেখ ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারীর লিখিত বক্তব্য ও মেসার্স শেখ ব্রাদার্স এর নিজস্ব গুদাম ঘরের দলিল ও ইউনিয়ন ট্যাক্স রশিদ।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ বলেন, “মনিটরিং কমিটির সভা ডাকলে কোরাম পূরণ হয় না। তাই মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপনের পর হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়ে ছিল।