কিশোরগঞ্জের বাজিতপুরে গত শুক্রবার সন্ধ্যা হতে রাত ১০টা পর্যন্ত কোর্ট প্রাঙ্গন মাঠে অনুষ্ঠিত হয়েছে লাল-সবুজ ওয়ান নাইট ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে অংশ নেওয়া দলের ঝুটি শাহীন-শাওলীন, শাহান ফাইটারের শাহান- সাইম, আকাশ কিং এর আকাশ-আশিক, রোকন-জুনাইদ কিং এর রোকন-জুনাইদ, ফাইটার-১ এর রবিন-অপু এবং ইয়াং স্টারের নাঈম-ইমন। এ টুর্নামেন্টে রোকন জুনাইদ চ্যাম্পিয়ন ও শাহীন-শাওলীন রানার আপ হয়। এ দুটি টুর্নামেন্টে ব্যাট পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হয়। প্রতিটি খেলোয়াড়কে মেডেল ও রানার আপ দলকে ট্রফি দেওয়া হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সৌদি প্রবাসী সবুজ মিয়া, ক্রীড়ানুরাগী ছিলেন মিনহাজ উদ্দিন। এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাজিতপুর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবিক দৃষ্টি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান (সাব্বির) আরোও উপস্থিত ছিলেন রক্ত দান সংগঠনের সাধারণ সম্পাদক হানিফ সরকার প্রমুখ।