সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০২ পিএম
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

সভায় শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, বাস টার্মিনাল বাইপাস এলাকায় স্থানান্তর, অবৈধ ইজিবাইক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সুন্দরবনের দস্যু দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাব্লিউ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আব্দুল আজিজ এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।

এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. এ. হাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।