মণিরামপুরে স্কাউটস'র নবগঠিত কমিটির পরিচিত সভা

এফএনএস (জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) :
| আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯ পিএম
মণিরামপুরে স্কাউটস'র নবগঠিত কমিটির পরিচিত সভা

বাংলাদেশ স্কাউটস যশোরের মণিরামপুর উপজেলা শাখার নবগঠিত ত্রিবার্ষিক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবি মোতালেব আলম, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। 

প্রধান শিক্ষক তুহিন হাসান ও নিহার রঞ্জন রায়ের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, অধ্যক্ষ মহাসীন আলী, স্কাউটসের সাবেক সম্পাদক নওশের আলী, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মাকসুদুর রহমান প্রমুখ। 

আলোচনা সভার পূর্বে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন (পদাধিকার বলে) ও সাধারণ সম্পাদক বাগডাংগা দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির ৩৬ সদস্যকে পরিচিতর মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, কমিটি আগামী তিন বছরের জন্য গঠিত হয়েছে।