নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যে নিয়ে বিজয় মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। ২৫ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধের পাদদেশে মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, আনসার ভিডিপি অফিসার মো. হিরু, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক প্রমূখ। উদ্বোধন শেষে ইউএনও প্রশান্ত চক্রবর্তী স্থানীয় ভাবে উৎপাদিত পণ্যের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।