দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং সাধনা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ সোমবার (১৫ডিসেম্বর) সপ্তাহব্যাপী ব্লক ও বাটিকা প্রিন্টিং কাজের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সাধনা মহিলা উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত সপ্তাহব্যাপী ব্লক ও বাটিকা প্রিন্টিং কাজের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান।
সহকারী যুব উন্নয়ন কর্মকতা মো. জাহাঙ্গীর আলম রানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. সাবিনা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম বলেন, একজন নারীর মূল্যায়ন তখনই হবে যখন সে নিজে ইনকাম করতে পারবে। আপনারা যদি নিজে আয় করে পরিবারের সদস্যদের সাহায্য করেন তাহলে পরিবারে আপনার মূল্যায়ন হবে। তাই এ ধরনের প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করে একজন দক্ষ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. সাবিনা ইয়াসমিন বলেন, নারীদের আত্ম-সামাজিক উন্নয়নে এবং তাদের স্বনির্ভর করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আমরা এখন ৩০জন নারীকে ৭দিন মেয়াদী “ব্লক ও বাটিকা প্রিন্টিং” প্রশিক্ষণ কোর্স-২০২৫ শুরু করছি। আমাদের বিশ্বাস তারা একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়ে ঘুরে দাঁড়াবে।
উল্লেখ্য, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা দীর্ঘ দিন ধরে নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং তারা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। ্এছাড়া সাধনা উন্নয়ন সংস্থার একটি পাঠাগার রয়েছে যেখানে প্রচুর বই রয়েছে ও পাঠকরা প্রতিনিয়ত পড়াশোনা করে জ্ঞান অর্জন করছে।